Mosquito Repellent কিভাবে কাজ করে?

Mosquito Repellent কিভাবে কাজ করে?

Mosquito Repellent কিভাবে কাজ করে তা বোঝার জন্য প্রথমে বুঝতে হবে মশা কিভাবে মানুষের রক্ত শোষণ করে। মশারা মূলত আমাদের শরীরের ত্বক থেকে নির্গত হওয়া কার্বন ডাই অক্সাইড, ল্যাকটিক এসিড এবং অন্যান্য রাসায়নিকের গন্ধ দ্বারা আকৃষ্ট হয়। 
Mosquito Repellent গুলোতে এমন কিছু প্রাকৃতিক উপাদান থাকে যা মশার এই গন্ধ শনাক্ত করার ক্ষমতাকে ব্যাহত করে। সাধারণত ব্যবহৃত উপাদানগুলোর মধ্যে রয়েছে Deet, Lavender, Lemon grass, Mint, Chrysanthemum এবং Lemon Eucalyptus Oil এর মতো প্রাকৃতিক তেল।
এই উপাদানগুলো মশার ঘ্রাণসংক্রান্ত স্নায়ুগুলিকে বিভ্রান্ত করে, ফলে মশা আমাদের শরীরের গন্ধ ঠিকমতো শনাক্ত করতে পারে না। ফলে তারা কামড়ানোর প্রবণতা হারিয়ে ফেলে। আর ঠিক এই কারণেই মশা আপনার শরীরে বসতে এবং কামড়াতে পারে না।
বাজারে Mosquito Repellent গুলো সাধারণত Cream, Spray, Sticker, Badge ইত্যাদি আকারে পাওয়া যায়। সবগুলো Repellent ই উপরে বর্ণিত একই বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে কাজ করে। মশা থেকে আপনার বাচ্চাকে সুরক্ষিত রাখতে যতগুলো পদ্ধতি সম্ভব অবলম্বন করুন এবং পরিবারের সবাই সুস্থ থাকুন। 
Back to blog