Mosquito Repellent কোথায় ব্যবহার করবেন ?

Mosquito Repellent কোথায় ব্যবহার করবেন ?

Mosquito Repellent কোনটা কোথায় ব্যবহার করতে হয় তা জেনে ব্যবহার করুন। আবদ্ধ ঘরে অনেক মশার মাঝে বেবিকে শুধু রেপেলেন্ট দিয়ে ঘুম পাড়াবেন না।  এ ক্ষেত্রে ইলেকট্রিক ভ্যাপোরাইজার, কয়েল, স্প্রে বা মশারি বেশি দরকারি। কিন্তু বাইরে যেখানে আপনি স্প্রে বা মশার কয়েল ব্যবহার করতে পারছেন না সেখানে ব্যাজ, স্টিকার অথবা রোল অন টাইপ Repellent ব্যবহার করুন যেমন স্কুল, কোচিং, রেস্তোরাঁ। সবসময় একটা কথা মনে রাখবেন, Mosquito Repellent মশাকে বিভ্রান্ত (Distract) করে। স্প্রে অথবা কয়েলের মতো মেরে ফেলে না। তাই একটা আবদ্ধ ঘরে লম্বা সময়ের জন্যে বেবি আর মশাকে একসাথে ছেড়ে দিলে Repellent থাকা সত্ত্বেও মশা বেবিকে ডিটেক্ট করে ফেলবেই এক না এক সময়। এমনকি মশারির ভিতরে মশা কেন কামড়ালো এই টাইপ কমপ্লেইন ও দেখতে হয়েছে আমাদের। মানে মশাকে মশারির ভিতর আটকে আপনি Repellent এর উপর ভরসা করলে হবে?!? 🤦 আসুন আমরা সবাই সচেতন হই এবং যারা জানেনা তাদেরকে জানতে সাহায্য করি। 🙂

Back to blog